রাজস্থলী উপজেলার মোট আয়তন ১৪৫.০৪ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে রাঙ্গামাটি জেলার সবচেয়ে ছোট উপজেলা। ১৯০৯ সালে রাজস্থলী থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৩ সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে রাজস্থলী উপজেলায় রূপান্তরিত হয়। এ উপজেলায় বর্তমানে ৩টি ইউনিয়ন রয়েছে।
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে পরিচিত রাজস্থলী উপজেলা পাহাড় ঘেরা একটি বৈচিত্রময় জনপদ। যেখানে মারমা, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা, মুরং, খেয়াং, রাখাইন, সর্বোপরি বাঙ্গালীসহ ০৭টি জাতিসত্ত্বার বসবাস। উল্লেখ্য যে এখানে কিছু চাকমা সম্প্রদায়ের বসবাস রয়েছে।
ভৌগলিকভাবে এ উপজেলা ২২০১৭ হতে ২২০২৬ উত্তর অক্ষাংশ এবং ৯২০০৬ হতে ৯২০২২ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। রাজস্থলী এক সময় চন্দ্রঘোনা থানার অধীনে ‘ঘিলাছড়ি’ নামে একটি মাত্র ইউনিয়ন ছিল। ১৯৮০ খ্রিস্টাব্দে ঘিলাছড়িকে ঘিলাছড়ি, গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া নামে তিনটি ইউনিয়নে বিভক্ত করে ‘রাজস্থলী’ নামে একটি প্রশাসনিক ও পুলিশ থানা গঠিত হয়। এ উপজেলার ৯টি মৌজা বোমাং সার্কেলের আওতাধীন। এ উপজেলার সর্বোচ্চ পাহাড় ‘জান্দিমইন’- যার উচ্চতা প্রায় ৮০০ মিটার।
ভৌগলিক বৈচিত্র্যময় সৌন্দর্য্য এবং বিভিন্ন ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতির সম্মিলন যোগ করেছে এক ভিন্ন মাত্রা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS