রাঙ্গামাটি সদর থেকে লিচুবাগান হয়ে চন্দ্রঘোনা ফেরি পার হয়ে বাঙ্গালহালিয়া থেকে পূর্ব দিকে শা যেতে হবে।
দূরত্বঃ রাঙ্গামাটি সদর থেকে ৬২ কিলোমিটার, চন্দ্রঘোনা থেকে ৩৩ কিলোমিটার, বাঙ্গালহালিয়া থেকে ২১ কিলোমিটার। চট্টগ্রাম শহর থেকে লিচুবাগান ৩৫ কিলোমিটার এবং লিচুবাগান থেকে রাজস্থলী ৩৩ কিলোমিটার উত্তর -পূবদিকে | বান্দরবান শহর থেকে বাঙ্গাহালিয়া ২৭ কিলোমিটার হয়ে মোট ৪৮ কিলোমিটার |
রাস্তার ধরনঃ পিছ ঢালা পাকা রাস্তা।
মাধ্যমঃ রাজস্থলী থেকে রাঙ্গামাটি ভায়া লিচুবাগান সরাসরি বাস সকাল ৬টা থেকে বিকাল ৫টা পযন্ত ১ ঘণ্টা পর পর | তাছাড়া সিএনজি, মোটর সাইকেল নিয়মিত যাত্রী পরিবহণ করে | ইত্যাদি
জরুরী প্রয়োজনে দুরালাপনীর মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। দুরালাপনী নং- ০১৮১৯-৯৪৮১১৮ (জনাব সুজন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, রাজস্থলী)।
ইমেইল- unorajasthali@mopa.gov.bd
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS